কারা যেন বুঝি ডেকেছে আমায় যাবার সময় হলো,
সাঙ্গ হয়েছে জীবনের খেয়া বন্ধন খুলে ফেলো।
বুক ভরে শুধু করে গেছি দান হয়নিকো তবু পাওয়া ,
মিটে গেছে যত হিসাব নিকাশ রয়ে গেল যত চাওয়া।
এ জীবনে যত পাওনা সকলি রইলো শিকেয় তোলা,
না পাওয়ার দুখে পাষাণ যে বুক কিছুই যাবে না ভোলা।
জীবনপ্রান্তে একী হলো দেখি চোখ ভরে আসে জলে ,
কেন এ যাতনা , মর্মবেদনা কিসের কর্মফলে !
দুখে সুখে মিশে কেটেছে জীবন আজ কেন তবে শেষে,
বুকের খাঁচায় কিসের পেষণ এমন যাতনা কিসে !
পরকে নিয়েছি ঘর করে তবু আপন হয়েছে পর,
বুকের খাঁচায় প্রাণবায়ু বুঝি আজ করে ঘড়ঘড়।
জীবনের তাপ শুঁষে নিয়ে তারা শৈত্য করেছে দান,
চলে যাবো তবু মনে কেন আজ জমে এত অভিমান!