ডাকছে আমায় সবুজ জমি
ডাকছে মেঠো পথের বাঁক,
ডাকছে গ্ৰামের খড়ের বাড়ি
ডাকছে দুপুর ডাহুক ডাক।
ডাকছে অমল ধবল মেঘ
নীল দিগন্তের অথৈ পার,
ডাকছে আমায় রাতের তারা
ডাকছে যেতে অখিল দ্বার।
ডাকছে আমায় ফুলের সুবাস
বলছে এসো ফুলের বাগ,
সৌরভে মন মাতবে কেমন
দেখবে সুখে ফুলের রাগ।
ডাকছে ভ্রমর গুনগুনিয়ে
বলে চলো মধুবন,
দেখবে কত খেলি মোরা
ফুলের সাথে সর্বক্ষণ।
রাখালিয়া বাঁশি ডাকে
ডাকছে উদাস বাউল সুর,
ডাকছে মাঝি পালটি তুলে
বলছে যেতে অচিনপুর।