অজানার আমন্ত্রণে বেদুইন হয়েছে আজ ঠিকানাহীন সেই ইচ্ছেরা
কখনো বনানীতে, মেরু-মরুভূমে ,গিরি, সলিলে ধেয়ে,
এলোমেলো ঘুরে বিবাগী হয়ে ইচ্ছেগুলো
মন খারাপের নীরব বীণায় বেসুরো ওঠে গেয়ে।
ইচ্ছে ছিল শিক্ষিত হয়ে হবো প্রতিষ্ঠিত সমাজ মাঝে
হয়েছি শিক্ষিত পাইনি চাকরি কত কি ভাবনা মননে রাজে,
অবুঝ মনের অন্তর গহীনে স্বপ্ন খোয়া বেদনা ঘিরে
নিরুদ্দেশের অজানা ঠিকানায় হারায় হৃদি সকাল সাঁঝে।
শৈশব বেলার কত ইচ্ছে স্বপন মাখা আশা নিয়ে
কলি ফোটার অভিলাষা যতনেতে মনের ঘরে,
হয়নি পূরণ ইচ্ছেগুলো আজ ঠিকানাহীন যে সবে
মনের সুপ্ত বাসনা তাই হয় বেদুইন অজানা তরে।
যুগের সাথে তাল মিলিয়ে ইচ্ছেগুলো তাই করে জড়
স্মৃতির পাতা উজার করে নতুন করে গড়বো সবে,
হয়তো এবার হবে সফল মনের মাঝে আশার বান
কত কিছুই হারিয়ে গেছে যুগ বিবর্ত কালের রবে।
দিবস শেষে বিষাদঘন হতাশা যে ছায় মনে
অশান্ত হৃদে তবু নেশা ইচ্ছেপূরণ করতে হবে,
মনের গহীনে আলোক হারিয়ে চেতনাতে ভর করে
থাকি প্রচেষ্টায় যুগের তালে করতে পূরণ ইচ্ছে সবে।