ঠিকানা হারিয়ে গেছে অজানায়,
মেঘের কাছে চেয়েছি হদিস,
মেঘ, তুমি নিয়ে যাও, তোমার ডানায়,
চেনা খেয়াঘাটের সুখের আস্তানায়।
প্রবাসী চন্দ্র তারা সূর্য হলো না আপন,
জল বায়ু মেঘ রোদ্দুর ছুঁয়ে যায় না মন,
তপ্ত তপন দহনে অধরা শীতলপাটি প্রশান্তির বাতাস,
কুয়াশা হিমশীতল জবুথবু সময় এনে দেয় না উষ্ণতার ওম অনুভূতি।
হারিয়ে গেছে পরিচিত খানাখন্দ চেনা পাখির গান,
ঝাঁ চকচকে প্রবাসী প্রান্তর তবু ছন্দহীন,
মাটির কামড়ে পড়ে থাকা উচ্ছন্ন সময়,
মায়ের মাটির গন্ধে মন কেবলই বিভোর হয়।
বড্ড ডাকে মায়ের আঁচল-
চেনা গন্ধ আজ বহু যোজন দূরে,
একাকী ঠাঁয় বসে থাকা নীরব নিঃসীম,
চোরাবালির আবর্তে ঘুরপাক খেতে থাকে অভিমানী মন,
মন পরিধির ভেতরে বাইরে মনি শুধু মনের দোসর…..