টাকলা দাদুর টাকে দিদন
তবলা বাজায় রাতে,
নাক ডাকিয়ে ঘুমান দাদু
সোহাগ ছোঁয়ায় তাতে।
শীত দুপুরে টাকলা দাদু
উঠোন পরে বসে,
একবাটি তেল জম্পেশ করে
দিদন টাকে ঘষে।
নরম হাতের মালিশ পেয়ে
ঘুমান দাদু ফাঁকে,
দুষ্ট কাকে উড়ে এসে
ঠকাস ঠুকে টাকে।
চমকে ওঠে চেঁচায় দাদু
কাক পালালো ফাঁকে,
ব্যথায় দাদু ঠিকড়ে ওঠে
হাত যে বুলায় টাকে।