কবিতা বলছে চল তোকে ঘুরিয়ে আনি
কত নদী নালা খাল বিল পেড়িয়ে
নিয়ে গেল একটা বিরাট উঠোনে
উঠোনটা আমার বড্ড চেনা
জানো কবিতা এই উঠোনে কত এক্কা দুক্কা খেলেছি
কবিতা জানো এই তুলসীমঞ্চে
মা লাল পাড় শাড়ি পরে শনিবার হরির লুট দিত
বিরাট উঠোন থেকে ডাক দিত
এই ভোলা এই ছোট এই ইমলি
সব বাড়ি থেকে বাগানের গেট খুলে প্রসাদ নিত।
কবিতা তুমি এখানে কেন আনলে বললে নাতো?
ও আজ ঝুলন পূর্নিমা!!!
উঠোনের দোলনায় কে দোলে?
ও মা কবিতা দেখো উঠোনের বা দিকে
বালির পাহাড়,কত পুতুল দিয়ে সাজানো
কবিতা মনে পড়েছে এ আমার সাজানো ঝুলন
ঐ চড়কের মেলা থেকে কিনে আনা কুয়া
বিনাকা টুথপেস্ট থেকে পাওয়া ছোট ছোট লিলিপুট,হাতি ঘোড়া কত কিছু
সব তো আমার ছোট বেলার স্মৃতি ছিল
কবিতা তোমাকে কি বলে ধন্যবাদ দেব
ঐ শুনতে পাচ্ছি সোনাদি সুর করে বাপ্পাদিত্য পড়ছে।
হ্যাঁ ওখানে ঝুলনের কথা আছে
সব মনে পড়ছে কবিতা,তুমি এগিয়ে যাও
হ্যাঁ আমি কাঁদছি কে যেন গাইছে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝোরে।
কবিতা বৃষ্টিকে থামতে বলো
আমার ঝুলনের পাহাড় ,বাড়ি সব ভেসে গেল
কবিতা তুমি থেমে যাও আর এগিয়ে যেও না
ঐ ছোট মেয়েটির ঝুলন নষ্ট করো না।
কবিতা তুমি থামো ,বৃষ্টিকে থামতে বলো।