এই শহরের আদুরে রোদে প্রেমে পড়েছিলাম, তোমার হাত ধরেই;
শহরের প্রতিটা অলিগলি চিনতে শিখেছিলাম, তোমার আঙুলে আঙুল রেখে;
কাঠগোলাপের প্রতি ভালবাসা জন্মেছিল,
তোমার দেওয়া উপহারে ;
গঙ্গার পাড়ে বসে মাটির ধারে চা খাবার অনুভূতি,
তোমার কাছে শেখা ;
তাই নভেম্বরের রাত্রে নিজের অজান্তে,
আবদার জাগে মনে!
ভুলেছিলাম এ শহরে শুধু ভালোবাসা হারায়: কবরে লিপ্ত শুকনো গোলাপ! হয়তো আর তরতাজা হয় না শীতে;
তবুও এ শহর মায়ার, এ শহর স্মৃতির, এ শহর আবেগের, এ শহর ভালবাসার।
তীব্র আবেগে যেদিন তোমার ঠোঁটের উষ্ণতার,
স্বাদ পেলাম অনায়াসে ,
চোখ ভিজিয়েছিলাম তোমার কাছেই ,
মলিন হয়ে ;
আলিঙ্গনে হৃদয় জুড়ে আসক্তি ছিল,
তোমায় নিয়ে:
এ শহরেই প্রেম হয়, এ শহরেই ভাঙে ,
বিষন্নতার ছাপ থেকে যায় একলা পথের কোণে;
কুয়াশা মাখা শীতের সকাল, ধোঁয়া ওঠা চা ,
অফিস টাইমের ব্যস্ততা, ফেলে আসা স্মৃতির ঝাঁক;
ফিরতি পথে হিমেল বাতাস, চেনা ছন্দে ফিরতে বলে ,
কাঠগোলাপের গন্ধে তখন পরিবেশটা ম ম করে।
বুকের ভিতর হঠাৎ মোচর কল্পনাকে ঘিরে ,
এ শহরের মায়ায় ছিলাম, অপ্রেমিকাদের ভিড়ে ।