বিজনে বিগলিত বিউগল ঝর্না
আনন্দে ঝরতে ঝরতে কখন যে
উপড়ে গিয়ে হাড়হিম হিমের ছোবলে
বাজ -পড়া গাছের মতো সাদা কালো
কঙ্কাল হয়ে গেল ,
উদাসীন পর্বতের সুউচ্চ চূড়া খেয়াল করেনি ।
আমরাও কি কখনও খেয়াল রেখেছি
জানতে চেয়েছি শত শত অযাচিত গূঢ়
মৃত্যুর মনের খবর ?
হয়তো পড়েছি কিংবা দেখেছি খবর ,
আবারও পাশ ফিরে ভুলে গেছি ভুলে যাই ব’লে ।
খবর কবরে গেছে মৃত্যুর ছায়ার মতন ।
সয়ে গেছে সয়ে যায় , জল ভাতে মিশে গেছে
মিশে যায় খবরের তাড়া ।
কেননা , তারা তো আমরা নই !
হতে পারি আমরাও একদিন
মৃত ঝর্ণার জলের কবর ।
সেইদিন , তারও পরদিন পৃথিবীতে কেউ থাকবে না
মনে রাখবার মতো আর কোনও স্মৃতির ফলক ।