বসন্তরানী আসছে ওই
রুনুঝুনু নূপূর পায়,
ফুলের বনে অলিকুল সই
গুনগুনিয়ে গান শোনায়।
‘ঝরাপাতা ‘ তা দেখে মৃদু হেসে
ফেলে দীর্ঘশ্বাস !
কিছুকথা ওড়ে ইশারাতে
চুপকথাতে জাগে আশ্বাস।
জীর্ণপাতার হৃদ মাঝারে
ইচ্ছে ছিলো বিবশ-উদাস,
শুনবে কি কেউ ঝরাপাতার বিলাপ আর
স্বপ্ন-সাধের মগ্ন-বিলাস?
পথের ধারে,ফুটপাতে,গাছের তলে
জুবুথুবু শীতের- কাঁপন,
বুড়োবুড়ি,অন্ধ-কালা শিশু দলে
শীতকামড়ে কষ্টে যাপন!
জড়ো করে আমার ঝরাপাতাগুলো
আগুন জ্বালাও ,জ্বলুক আলো,
ওম সোহাগে ঘুমটি নামুক
একটু নাহয় পরাণ জুড়াক ।
ঝরাপাতার ওই মর্মর ধ্বনি
বিষন্ন বিলাপে বাজে,
শেষের ক্ষণে আর্তি যে মনে
নিবেদিত হবে বহ্নি মাঝে।