ঝড় উঠলেই দরজার কড়া নাড়ার ক্রমাগত শব্দ
বেজে ওঠে, ঝড়-জলের দিন ও রাত
একাকার হয় স্পর্ধিত মেঘের ভেজা আঁচলে
নীল জলজ ঠোঁটে
আর হৃদয়ের গিরিখাতে বানভাসি ঢেউ জলে
বুকের ভরযুবতী নদী পোয়াতি হয়
ঝড়ের দুর্যোগ পেরিয়ে যেতে যেতে ফিরে আসি
দুর্লক্ষ্য এক অসম্ভব স্বপ্নের ভেতর
যেখানে সমস্ত স্তব্ধতা ভেঙে গুড়িয়ে দিতে দিতে
জীবন ও সময়ের দূর ভবিষ্যৎ প্রবাহের
প্রকৃত ছবিগুলো আমি এঁকে যেতে চাই
ছড়িয়ে দিতে চাই মানুষের জেগে ওঠার আকুলতা
আর আবহমান অবরুদ্ধতার শৃঙ্খল – মুক্তির চেতনা
যাপনের প্রেক্ষিত যাই থাকুক
বাস্তব উপলব্ধি ও অনুভূতির সাথে
বহমান আত্মবিদ্রোহকে সামনে রেখে
মানুষের মুখোমুখি নতুন সৃষ্টির
ও প্রকৃত জীবন বোধের ধারক ও বাহক হতে চাই
জীবনকে উন্মোচিত করে যেতে চাই যাপনের সারাৎসার শব্দের উত্তাল ঢেউয়ে
অবদমনের বিরুদ্ধে মানুষের ভেতর উঠুক
বিদ্রোহের সেই আকাশ কাঁপানো ঝড় ।