কাল বোশেখির প্রথম ঝড়েই ,
ওলট পালট সব !
হিসেব নিকেশ পাল্টে গিয়ে ,
পালাই পালাই রব ।
ভাঙ্গছে বাড়ি ভাঙ্গছে ঘর ,
ভাঙ্গছে গাছের ডাল !
মাটির দেওয়াল পড়ছে ভেঙ্গে ,
উড়ছে টিনের চাল ।
মেঘ ডাকছে আলোর ঝলক ,
সঙ্গে তুমুল বৃষ্টি !
হটাৎ করে প্রকৃতিতে ,
একি অনাসৃষ্টি ।
যে যার মতন লুকায় মাথা ,
ভর সন্ধ্যে বেলায় !
কাকভেজা সব অফিস ফেরৎ ,
জ্বলছে নানান জ্বালায় ।
অন্ধকারে হোঁচট খেয়ে ,
ভাঙ্গল পায়ের হাড় !
কাল বোশেখির দমকা রাগে ,
সৃষ্টি ছারেখার ।
একটূ পরেই থামলো ঝড় ,
বন্ধ হলো বৃষ্টি !
হালকা হিমেল বাতাস এসে ,
ছড়িয়ে দিল মিষ্টি ।