ঝড় এলে বড় ভয় হয়
ঝড় এলে কত কত গরু; ছাগল; পশু প্রাণীর প্রাণ চলে যায়
আমাদের ছোটবেলায়ও কালো মেঘ শাশা করে তেড়ে আসত,
প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে গলায় ফাঁস লেগে
আমাদের গৃহপালিত কত পশু মরে যেত।
আমি মামা বাড়িতে থাকতাম
খুব ঝড় এলে আমার দাদু ; দিদিমা ও আমি শুধু ভগবানকে ডাকতাম।
এমনই কালবৈশাখী ঝড়ে আমাদের কাঠের বাড়ির
সবকটা পাটাতন থর থর থর থর করে কাঁপতো
আকাশে বিদ্যুৎ চমকাতো ,কান্নায় ভেঙে পড়তাম আমি
দাদু দিদিমা আমায় জড়িয়ে ধরতল
এমন কাল বৈশাখীর দিনে কাল বৈশাখী ঝড়ে কত নৌকো ডুবে যেতে দেখেছি
মাঝ নদী হতে বাঁচাও বাঁচাও শব্দের কত আর্তনাদ শুনেছি,
কত কৃষক বিদ্যুৎপৃষ্ট হয়ে মরে যেত মাঠে-ঘাটে
কত মৎস্যজীবী ডুবে যেত জলের তলায়
আজও হয় ঝড় ভাঙে কত ঘর
মরে যায় আজও কত প্রাণী
ঝড়এলে বারে প্রাণ সংশয়
তাই আজও ঝড় এলে হয় বড্ড ভয় ।