অনিশ্চিত বুদবুদেরা রক্তাল্পতায়
নিভন্ত দেউটির মতই টিমটিম,
জোনাকির মোহময় ফসফরাসে
আলোর বদান্যতায় ভাসে অহংকার।
রূপকথার জ্যোৎস্না বারান্দায়
তুমি নেমে এসো কবিতা হয়ে,
কথামালার অবাধ তেপান্তর
স্তরের পর নিপুণ স্তর বিন্যাসে
তোমায় আমি দিতে পারি অন্তহীন হলুদ বসন্ত।
আজও দেখা হয়ে ওঠেনি
তোমার গভীর চুলের অবাক অন্ধকার,
মোমগলা জোছনা আমার হাত ছুঁয়ে
যখন মিশে যাবে অনুরাগে,
ঢেউয়ে ঢেউয়ে হবে ছয়লাপ অবাক স্বরলিপি মুর্ছনায়…