একসময়ে দুহাত দিয়ে ভালোবাসা আকাশে ছড়িয়ে দিয়েছিলাম,
চেয়েছিলাম গ্রীষ্মে বারিধারা হয়ে সিক্ত করুক
ভালোলাগার মানুষগুলোকে,
অথবা
ভীষণ ঠান্ডায় সোনা রোদ হয়ে আলিঙ্গন করুক ওদের।
বিনিময়ে পেলাম বজ্রাঘাত।
ক্ষতবিক্ষত ঠিকই,
কিন্তু খেলা এখনো শেষ হয়নি,
আমার জেতা এখনও বাকি।