তোমাকে দেখার পরে
আর কবিতা লিখতে পারি না ।
কিভাবে শব্দের বীজ পুঁতলে
তোমার ঝিলমিল হাসি
ফুটে উঠবে রঙ্গন-ভোরে ,
ভাবতে ভাবতেই কলমের কালি শুকিয়ে যায় !
রিমঝিম রূপকথা বয়ে চলে
মিশমিশে মেঘনার রাতে ,
এ পঙক্তি কখনও তোমার
ঝিরিঝিরি কেশ-লতার উপমা হতে পারে ?
শুকতারা-চিবুকের কাছে
যতই গঙ্গা- প্রদীপ তুলে ধরি না কেন
তোমার চোখের তারার চিত্রকল্প হয় না ।
দীর্ঘদেহী চন্দনের অগুরু শাখায়
জেগে আছে জ্যোৎস্নার ঘ্রাণ ,
সেকি তোমার সহাস্য প্রশ্বাস হতে পারে ?
তোমাকে সম্যক ধরার প্রচেষ্টায়
মুহুর্মুহু শব্দ চয়নের পরিশ্রম ,
কেবলই ভস্ম হয়
কবিতার বর্ম-হোমানলে !