জীবন ভাঙলে-
কিছু রঙ উঠে আসে
নিজেরাই ঘর ঠিক করে নেয় পাশাপাশি
সময় বুঝেই জাগে এবং ঘুমায়
ধূসরদের বলে রেখেছি –
রোজ যেন সে নীল সবুজের ঘরে যায়
সে কখনো বাধ্য কিংবা বধির হয়
বধির হলেই সব জানলা দরজা
বন্দ হয়ে আসে
মনের পা টলমলে হলে
অগোছালো সব
সব রঙ ঘর ছেড়ে ধূসরের ঘরে
নোনা জলে স্নান সেরে
লাঠি হাতে
রামধনু হতে নির্দেশ দিই
নইলে আলোর মৃত্যু