এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলি নিয়েই জীবনে এগিয়ে যাওয়া ।
চলতে পথে কখনও হোঁচট খাওয়া ,
আবার কখনও কখনও পূর্ণ হয়, মনের চাওয়া- পাওয়া ।
কখনও দুর্বার নিম্নচাপ, আবার কখনও বা শীতল-স্নিগ্ধ হাওয়া ।
দুঃখী আমি তখনই , যখন মনের ইচ্ছাগুলো ,
উচ্চাকাঙ্ক্ষার আকাশ ছুঁলো ।
ব্যর্থতা আসে পিছু পিছু ,
যখন বিধাতার কাছে চেয়ে ফেলি অনেক কিছু ।
তবে ইদানিং আমি বিশেষ হোঁচট খাই না ।
আর আঘাত পেলেও দুঃখ পাই না ।
কারণ, এখন আমি লিখতে বসেছি জীবনের উপসংহার ।
বুঝে গেছি সুখ হোক বা দুঃখ, দুই নিয়তির উপহার ।
শিখতে শিখতে জীবন শেষ, হয়ে গেলাম ভবসিন্ধু পার ।
সত্যি বলছি, ব্যর্থতায়ও এখন তাই দুঃখ পাই না আর ।