জীবন সমুদ্রে কুড়িয়ে ঝিনুক
সংসার মাঝে কাটে বেলা,
কত ঝঞ্ঝা তুফান সাথে
করি সাপ লুডো খেলা।
সুখ দুঃখের বিনি সুতোয়
বুনি আশার নকশিকাঁথা,
প্রেম ভালোবাসা মান অভিমান
নিত্য নতুন স্বপ্ন গাঁথা।
মোহ মায়ার বেড়াজালে
অন্তর সুখের আশায় ঘেরা,
মুক্তোর লোভে শুক্তি খোঁজা
সুখ সন্ধানে কেবল ফেরা।