অফিসের বড়বাবু বেজায় কাবু মেজাজী গিন্নীর ঝাঁঝে,
চালচলনে হিটলার শ্রীমতী বয়েসকে তুড়ি মেরে সাজে।
শপিং করতে গটগটিয়ে মাস্ক মুখেতে ছোটে,
পিছনে ল্যাংবোট আমি কিম্ভুত আঁচল মুখে- ঠোঁটে।
মাইনের টাকা হয় ফাঁকা ফ্যাশনের যাঁতাকলে,
টাকার দুঃখ ভুলে যাই ,যবে স্টাইলিশ লোকে বলে।
সাতপাকের চক্রব্যূহে ঘেরা জীবন সঙ্গিনী আমার,
ওর মুখেতে মেঘ ঘনালে জগৎ অন্ধকার।
পাড়ার লোকে মুচকি হেসে বউ পাগলা বলে,
তাইনা শুনে আহ্লাদিনী গলায় আমার ঝুলে।
লোকের কথায় কান দেইনে লোকে কি আর জানে,
জ্বর সর্দি হলে আমার বউ যে সেবা করে মনে প্রাণে।