জীবন যেন এক যুদ্ধক্ষেত্র
জন্ম থেকেই হয় শুরু,
জীবন যাত্রার গতি পথে
যুদ্ধ হরেক লঘু গুরু।
ভূমিষ্ঠর পর হাঁটতে শেখা
সেও তো এক যুদ্ধ,
স্কুল কলেজে শিক্ষা শেষে
চাকরি বিনা জীবন রুদ্ধ।
শিশু শ্রমিক কাজ করে খায়
অভাবের সঙ্গে সংগ্ৰাম,
শ্রমিক মজুর দিনরাত খেটেও
পায়না শ্রমের উচিত দাম।
জীবন পথ কঠিন বড়
চড়াই-উতরাই সতত,
পেটের তাগিদে সকল প্রাণীর
জীবন যুদ্ধ অবিরত।