জন্মায় মানুষ যবে,এই ধরা ‘ পরে,
সেইক্ষণ হতে শুরু, জীবনের রণ।
শিশুকালে পলে পলে,ধুক ধুক প্রাণে,
মাতার স্তন্যপানে , বাঁচিত জীবন।
দশমাস দশদিন ,জননী জঠরে,
একপ্রাণে একমনে ,শরীর ধারণে।
বাস করে থাকা সেথা,গর্ভের আঁধারে,
অপান নাড়ীমুখে , পুরীষে রেখে প্রাণে।
সেও তো কঠিন যুদ্ধ,জীবন সংগ্রামে,
যখন থাকে না বোধ, মোদের অন্তরে।
কঠিন সে যুদ্ধজয়, প্রবল বিক্রমে,
যাহা ঘটে অন্তরালে,গর্ভের প্রান্তরে।
যুদ্ধ দিয়েই শুরু ,জীবনের চলা,
এ চলার শেষ হয়,মৃত্যু আলিঙ্গনে।
তারই মধ্যে নানা যুদ্ধ, বিজয়ের পালা,
একে একে সাঙ্গ হয়, নানা রণাঙ্গণে।
কিন্তু মোরা আজো কেহ, পারি নি জিতিতে,
মৃত্যুরূপী যোদ্ধাসনে , এ মহা সংগ্রামে।
রথী মহারথী যত , এই পৃথিবীতে,
হারিয়াছে অনায়াসে , তার সন্নিধানে।