জীবন যে হায় পদ্মপাতায়
টলোমলে জল,
সময় বায়ু কাড়ে আয়ু
বিধি করে ছল।
নিত্য রাজে ভবের মাঝে
মায়া মোহের সাজ,
কেউ ভাবে না আর রবে না
সারতে হবে কাজ।
যাদের তরে শ্রমে ভরে
করছো জীবন পাত,
যাবার বেলা হায় একেলা
কেউ রবেনা সাথ।
ভুলটা করে জলটা ঝরে
জাগছে মনে ভয়,
মিছে নিয়ে ভরলে হিয়ে
করলে সময় ক্ষয়।
জীবন গল্প বড়োই স্বল্প
সুকাজে মন দাও,
ভরবে চিত্ত পরম বিত্ত
তৃপ্তি কেমন পাও।