ঘর বেঁধেছি নদীর কূলে
পাই নে সুখের রেশ,
উতল ঢেউয়ে ঘর বাঁচাতে
দিনরাতে ক্লেশ।
নদী যখন উঠে ফুলে
জোয়ার ভাঁটার ক্ষণ,
নিদ হারা চোখ বুকেতে শোক
আকুল থাকে মন।
নদীর মায়া শীতল কায়া
মিঠে হাওয়া বয়,
কান্না হাসির দোলা চলে
সকল দুখের লয়।
নদীর ধারে উর্বর ভূমি
তাতেই করি চাষ,
শাকসবজি যা ফলে তাতে
মেটে ক্ষুধার আশ।
নদীর জলে আমরা বাঁচি
বাঁচে প্রাণীকূল,
নদী মাতা নদী ত্রাতা
নদীই জীবন- মূল।