জন্ম নিলেই মরতে হবে
ছোট্ট জীবন ধরা,
হিসেব কষে দেখতে পেলে
সবই ভুলে ভরা।
সঠিক পথে চলতে হবে
শিক্ষা দীক্ষা রেখে,
কর্মপথেই মুক্তি আসে
জীবন থেকে শেখে।
ভুলে ভরা জীবন হলে
কষ্ট তুমি পাবে,
সংশোধনে কাটবে দিবস
সময় বয়ে যাবে।
সুখের খোঁজে ঘুরলে পরে
ব্যর্থ তুমি হবে,
মানবতা রাখলে মাঝে
বাঁচবে তুমি ভবে।
ধর্ম কর্ম সঠিক রেখো
চলতে শেখো পথে,
মিথ্যা আশ্রয় বর্জন করো
চলবে তুমি রথে।