অভিশপ্ত মনাকাশে সাঁঝের তরণী
হৃদয় সায়রে ভাসে একা অসহায়,
মৃদু আলো আঁধারিতে নিরালা ধরণী
চুপ-কথাদের চুপি আনাগোনা তায়।
ভেজা ভেজা বাতাসের ঘা-এ পাল খানি
তরণী ভাসিয়ে নেয় অজানার পথে,
মনের বেদনা যত সব ভুল মানি
নীরবে নিশ্চুপ চলি ভগ্ন মনোরথে।
বিহ্বলিত মনাকাশে বিষন্নতা ছায়
ছলনার আলেয়ারা ক্রুর হাসি হাসে,
ক্ষত বিক্ষত যন্ত্রণা কেঁদে ফেরে তায়
যেদিকে তাকাই দেখি ধুধু মরু রাশে।
রবির স্তিমিত আলো স্বল্প উঁকি দিয়ে
বলে যায় মৃদু হেসে ফিরে পাবি আলো,
হৃদি মাঝে চুপ- কথা স্বপ্ন আশা নিয়ে
নব রাগে দূরে ঠ্যালে দুরাশার কালো।
অতীত হঠাৎ লাগে বিবর্ণ যে ফিকে
অন্তর অতল তলে রয় সুপ্ত হয়ে,
নতুন প্রভাত আশে নবারুণ দিকে
চেয়ে রই অনুরাগ সুর বুকে লয়ে।
অলীক কল্পনা কত আনে স্বপ্ন মনে
আশা ভরে হৃদে তবু হই ক্ষীণ বল,
সাঁঝের তরণী বেয়ে যাবো প্রভু সনে
বিধাতারে শুধু বলি করো নাকো ছল।