কিছু কিছু আঘাত মানুষকে
তার চেনা গন্ডীর বাইরে নিয়ে আসে।
কিছু কিছু অভিমান সম্পর্কগুলোকে
হিমঘরে নিয়ে আসে।
কিছু কিছু নীরবতা
মানুষকে জীবন্মৃত করে রাখে।
তবু বাঁচতে হয় শুধু
বাঁচার জন্য।
কিছু বন্ধু থাকে
জীবনে মুখোশ পড়ে।
জীবনের চলার ছন্দে আপনা থেকেই
খসে পড়ে।
তবু বিশ্বাস করতে হয়।
জীবন জুয়ায় আর যাই হোক
গিরগিটি নামক প্রাণীটি
বোধ হয় স্বস্তি পায়না।