থাকতে পারো অনিচ্ছাতেও দূরে
তোমায় ছাড়া আমার যে চলছে না ,
কেমন করে বাজবো বিজন সুরে
মেঘ বলেছে বৃষ্টিতে ভিজবে না ?
মনের মদে বিছিয়ে ছিলে মন
বিষাদ এসে গুটিয়ে যেতো ভয়ে ,
আনন্দে পা রণপা সারাক্ষণ
জীবন জিনে ছুটতো ঘোড়া লয়ে ।
দুপুর বুঝি তেমনই চুপ আছে !
ইচ্ছে করে রাখতে খোলা খিল ?
তোমারও কি আঙটি খেলো মাছে !
প্রশ্ন ঠোঁটে উড়ছে মহাচিল ।
হয়তো কষ্টে আছো কিংবা নেই
মানিয়ে নেওয়া জলের ধর্ম মানি ,
অসাংসারিক অথৈ হারাই খেই
আমি কেবল বন্য হওয়াই জানি ।