জীবনের নাম যুদ্ধ , যুদ্ধই কি সব ?
অন্বেষণে শান্তি বাধ্য কলরব ।
শান্তির বিপরীত মানচিত্রে আঁকা
বৃষ্টি ভেজা রাত ভাবনাগুলো বাঁকা ।
রাত্রির অপ্সরা দেহটুকু সম্বল
শীতের ফুটপাত ফেরেশতা কম্বল ।
ফুটপাতে সংসার জীবন অনিশ্চিত
সন্ন্যাসিনী প্রাণ বিলোয় মনের প্রীত ।
প্রাণের উৎসব ঝংকৃত শিশুমুখ
প্রচ্ছদ নির্মল উপছে পড়ে সুখ ।
নির্মল অভিসার সৃষ্টি উপন্যাস
কর্মে অবিচল নাবিকের কম্পাস ।
ফেরিওয়ালার হাঁক নস্টালজিক দিন
সুদূর নীহারিকা বরিষ্ঠ দূরবীন ।
দূরবীনে প্রেমিকা অন্যায় কথাকলি
কাব্যের আনাগোনা অস্ফুটতায় বলি ।
চুপিসাড় গোস্তাকি ক্ষমার অযোগ্য
পুষ্পের তাজা কলি দৃষ্টিতে ভোগ্য ।
ভোগ্যবস্তু নারী সম্মানে কৃপণতা
মিছিলে মোমবাতি মিথ্যে প্রগলভতা ।
জীবনের নামে সুখ বাড়িয়েছে আয়ু
অসুখে পিত্তবমি বর্ধিত বায়ু ।
শ্বাসবায়ু হ্রাসমান বন্দী জীবন
উঁকি মারে চিলেকোঠা উচ্ছ্বল মন ।
কাকভোরে কিছু জন হাঁটে উল্লাসে
নাক ডাকে অন্যরা আরামে আয়াসে ।
আয়াসের বাড়াবাড়ি ব্যাধির এক নাম
স্বাস্থ্যের প্রয়োজনে মেহনতি দাম ।
ক্যানভাস জুড়ে শুধু মৃত্যুর রঙ
নিরুপায় পথচারী ভেকধারী সং ।
সং সাজা মুখোশে সত্যটা ঢাকা
অর্থের আশীষে সম্মান পাকা ।
আগে ছিল শৃঙ্খলা এখন উদ্ধত
অন্যায় রাহাজানি ধর্ষণ যত !
যত প্রেম পরকীয়া ঘুম কাড়া রাত
চোখ জুড়ে আলসেমি নব রাঙা প্রাত ।
কর্মের অনটনে ক্ষুধার মিছিল
একবেলা অন্ন পেটে মেরে কিল ।
কিলবিল বেকারের নিজ হা-হুতাশ
নব নব প্রার্থী জাগে মনে আশ ।
আশাতেই বাঁচি সবে আশা করি আরও
ছেলেটা চাকরি পাবে বিয়ে হবে কারও ।
মহামারী কেটে যাবে কুহেলিকা দূর
ছন্দে জীবন বীণা সপ্তক সুর ।