পদ্মপাতায় জীবন সবার
তবু ও অহংকার!
মানুষ হয়ে এলেই যদি
করো তাহা সাকার।
ভালোবাসায় মনটি ভরো
সাম্যের হাতটি ধরে,
জগৎপিতা খুশি হলে
আশিস পড়বে ‘ঝরে।
অসহায়ের সহায় হয়ে
প্রীতি-পথে যাওয়া,
এইটুকুতেই পাবে তৃপ্তি
এর বেশি কি চাওয়া?
শূন্যহাতে এসেছিলে
শূন্য হাতেই যাবে,
জীবন সফল করতে হলে
কর্মেতে ফল পাবে।
দিন ফুরালে যাবে তুমি
দম ফুরালেই মরণ
মিছে কেন সময় নষ্ট
থাকতে মানব জীবন।