জীবনের গল্প কোনো এক জায়গায় স্থির থাকে না।
জীবন যেন বহতা নদী।
জীবনে আছে বিষ্ময়, আছে যন্ত্রণা আর আছে মানুষের সীমাহীন কল্পনা।
জীবন তাই জীবনের গল্প লিখিয়ে নেয়!
কিছু গল্প যা কাউকে হয় না বলা,
আছে কিছু কথা যা শুধু পুষে রাখা।
ক্রোধ নেই, নেই অভিমান,নেই কোনো অভিযোগ,
তবুও রাত গভীর হলে নোনতা জলে বালিশ ভেজে রোজ!
স্বপ্ন ভাঙ্গে,একা হয় গল্পকথা রূপকথারা।
সময় কি তখন লাভ ক্ষতির হিসেব রাখে!
মন তখন প্রশ্ন করে কি চাও?
আমি বলি কিছুই চাই না আমায় একটু ঘুমাতে দাও।
গল্পটা এমন করেই তুমি,আমি,
হয়তো আমরা সবাই পুষে রাখি মনের গহীনে,
অচেনা এক ভালোবাসা দিয়ে।
গল্প তাই শেষ আর হয় না!
যখন মনে হয় জীবনের চলার পথ শেষ,
সেখান থেকে গল্পটা আবার শুরু হতেই পারে।
গাছেরাও পাতা হারায় প্রতিবছর তবুও দাঁড়িয়ে থাকে নীরবে আগামীর প্রতীক্ষায়!
সবার জীবনে একটা গল্প আছে,
গল্প থাকুক, থাকুক নীরবতা মননে,
ভালোবাসি বলো, হাসো হাসাও, বাঁচো বাঁচাও।
অসম্মান,কষ্ট দিয়ে আবার তা ফেরৎ পেয়ে জীবনকে জটিল করে খানিক মূল্যবান সময় নষ্ট করে আদৌ কি কোনো লাভ বলো!!?