যত যায় দিন বেড়ে চলে ঋণ
বুকে চাপে ব্যথা ভার,
শোধ করা দায় এ জীবনে হায়
গলাতে কাঁটার হার।
ভালো থাকা আশে ঋণ বাড়ে রাশে
সুখ সবে দিতে চেয়ে ,
খেয়ে দেয়ে পরে যায় সবে সরে
আখিঁ ধারা পড়ে বেয়ে।
কেহ নাহি আসে দুখে মোর পাশে
যার তরে হলো ঋণ,
চার ধারে চাহি কেহ পাশে নাহি
মনে বাজে দুখে বীণ।
ঘুরে টাকা পিছে দিন গেলো মিছে
ভেবে আখিঁ ভরে জলে,
জীবনের ঋণ ব্যথা চিন চিন
অনুতাপ মন ঢলে।
বেলা শেষে তাই ডাকি শুধু সাইঁ
ঋণ শোধে কৃপা চাই,
করি হাত জোড় দেখি আধি ঘোর
দিওগো চরণে ঠাঁই।