সময় নদীর স্রোতের মতো জীবনের বাঁকে বাঁকে,
মেঘ রৌদ্রের খেলার মতো হাসি কান্নাও থাকে।
বৈচিত্র্যময় অনুভূতি জীবন ঋতুর ছন্দে,
বিষাদ- সুখের ঢেউ খেলে যায় নিত্য ভালো মন্দে।
জীবন যেন পাতার মতো পর্বান্তরে সাজে,
অঙ্কুর- কচি ,শৈশব-যৌবন- হলুদ রঙে রাজে।
মৌটুসী মন চায় অনুক্ষণ প্রীতির পথে যেতে,
ঋতুরঙে রঞ্জিত হবে আশিয়ানায় মেতে।