পেতেছি বৃত্তে শ্বাস , ক্ষেত্রে পরমায়ু
লৌহবাসরে কোনও ছিদ্র রাখিনি ।
যতই রোগাটে হোক সুখের করোটি
সূচ্যগ্র স্মৃতিকেও গাঙুরের হাঙরে ফেলিনি !
আকৈশোর যতবার জন্ম নিয়েছি
ততবার জাতিস্মর , তোমাকে ছাড়িনি ।
ইতিমধ্যে উপরোক্ত পঙক্তিবৃন্দের
বজ্র মুষ্টি গলে ,
এক শত ছিদ্র- ছায়া বিন্ধ্য- মন ফুটো করে
পর্যাপ্ত পথিক হয়েছে ।
আমারই আনন্দম আরণ্যক- পুরী
সপাটে উচ্ছেদ করে বাহুবলী বসত গেড়েছে ।
ঘন ঘন চুল্লির পাঁচপেঁচি ধোঁয়ার উল্লাসে
ঢেকে গেছে সৌর আকাশ ।
দূরগামী তীর্থের যাযাবর- যানে
হাত নাড়ে আমারই আকন্ঠ এঁটেল পিপাসা !
তবু পড়োপড়ো মরণের মরোমরো
স্নায়ুর শ্মশানে ,
বারংবার জাতিস্মর , তোমাকে ভুলিনি ।