আজ বসন্তের প্রভাত গুলোয়, আলোয় আলোয় –
সূর্য এসে ভরিয়ে তুলুক সকল জীবন, থাকিস ভালোয়।
যাওয়া আসার পথে,পথে,সবাই থাকুক সবার সাথে,
থাকনা বুকে ভালোবাসা,বাঁচার আশা,শত বঞ্চনাতে,
থাকনা ভরা শূন্যঘরে ,হৃদয় জুড়ে ,আনন্দ, উচ্ছলাতে।
সব পেয়েছির মিথ্যা আসর,এ যেন বেহুলা বাসর-
মৃতজন বুকে,কেউ কখনো থাকে সুখে?
আজ দেখি ভাই প্রেম বাঁচাতে ,প্রাণ বাঁচাতে –
অপ্সরী হয় ইন্দ্র সভায়, নগ্ন রফায়, সুখ ফেরাতে।
উঠুক তুফান,হোক খান,খান,জাগাও কবি শব্দাঘাতে ।
নতুন বছর,হোকনা সফর,ডাক দেনা আজ বিশ্বজোড়া ,
মানবো না আজ বিভেদ কোন,মিলন মাঝে আত্মহারা।
আয়না ছুটে,মন জুড়াতে, এক হতে আজ প্রভাত বেলা,
দেখিস নাকি কোলখালী মার দুচোখে তাঁর অশ্রুখেলা?
ডাকছে তোকে,নিতে বুকে, আয় ছুটে আয় এইবেলা।