নিজ ইচ্ছে খুশি চলে মুখে ব্যথা বলে বলে
হিত কথা শোনে নাকো কভু,
ঘুরে ফিরে সারা পাড়া নেই যেন কাজে তাড়া
ঘরে মন টেকে নাকো তবু।
যদি কেহ ভোজে ডাকে খুশি রাশি মুখে আঁকে
চলে সেথা ত্বরা সেজে গুজে,
ভোজ বাড়ি যেও নাকো কেন মিছে রোগে মাখো
পেট ঢিলে হবে দেখো বুঝে।
রাখী চোখে দেখে মোরে ফুঁসে জেদে বলে জোরে
হলে হোক রোগ শতো খাবো,
তুমি হলে ঘর কুনো যাবে নাকো বলি শোনো
মীনা আছে বন্ধু তাই যাবো।
সাধ যদি থাকে মনে যেতে পারো তুমি সনে
বাঁধা কেন দাও বারে বারে?
ভালো ভালো খাবো কত পাঁঠা কোপ্তা মাছে যত
পদে পদে নানা খাদ্য ভাড়ে।
সোনা গিন্নি ওগো বেলা করো নাকো মোরে হেলা
কত কষ্ট পাবে রোগ হলে,
গলা ভরে ঝালে মেখে কড়া চোখে মোরে দেখে
ঢঙ দেখে পিত্তি যায় জ্বলে।
রূপ দেখে ভীত হয়ে কথা বলি ধীর লয়ে
তুমি ছাড়া কেবা মোর আছে?
সাথী বন্ধু তুমি সব যত করো তর্ক রব
তুমি বিনে প্রাণ নাহি বাঁচে।
কথা শুনে চন্ডী যেন জোঁক মাথে নুন হেন
চোখে আর মুখে আলো ফুটে,
দেখে মনে জাগে আশা আছে আজো ভালো বাসা
বাহু ডোরে বাঁধি তারে ছুটে।