কোলকাতা, গোবিন্দপুর সুতানটি এই তিন জায়গা নিয়ে জব চার্ণক সিটি কলকাতা—
কদিনের একটানা বর্ষণে কলকাতা এখন ভাসমান নৌকা —
জব চার্ণক সিটি এখন জলের ওপর ,
চারিদিকে নয়ানজুলিতে জল নিকাশের ব্যবস্হা নেই—
খবরের পর খবর দেখছি টেলিভিশনে,
পথঘাট সব ভাসছে,জল থৈথৈ
বুড়ো ভদ্রলোক হনহন করে ছাতা মাথায় হাঁটছিলেন
জল ও হাইড্রেন বুঝতে না পেরে
জলের ভিতর মুখ গুঁজে পড়েছেন—
পথচারী দেখতে পেয়ে টেনে তোলেন
এক একটি লোক মনে হচ্ছে ঠিক ব্যাঙাচি,
মিষ্টির দোকানে মিষ্টি সব নাকি জলে ভাসছে
ফুটপাতের পান বিড়ি দোকানগুলোতে জল ঢুকে সব ভেসে বেড়াচ্ছে
বাগবাজার, রাসবিহারী, ঠনঠনিয়া কালিবাড়ি সব জলের তলায়—
ফুটপাতের বাসিন্দারা এই পরিস্থিতিতে যখন বাঁচবার জন্য ইঞ্জেকশন নিচ্ছে
অন্যদিকে জলে তারা ভাসছে
ভাসছে তাদের গৃহের আসবাব, বাসনপত্র
এক বাঁচার লড়াই থেকে আরেক বাঁচার লড়াই—
কুমোরটুলির মাটির দুর্গা সব ধুয়ে খড় বেরিয়ে পড়েছে
খাল ,পুকুর সব ভেসে গিয়ে একাকার
পশু,সাপ ও মানুষের একত্রে বসবাস