লক্ষ্য স্থির আজ অর্জুনের
দেখেছে পাখির চোখ,
করবেই সে লক্ষ্যভেদ।
গুরুর আদেশ পেয়ে
একলব্য বৃদ্ধাঙ্গুলি দিল বিসর্জন,
নিজের অজান্তেই করে লাভ
শ্রেষ্ঠ শিষ্যের শিরোপা অর্জন।
মহান সে রণভূমি,
যেথায় কর্ণ দিলে প্রাণ,
অমর আত্মার অধিকারী
হেলায় করে দান,
বিজয়ীর সন্মান!
শরসজ্জায় ভীষ্ম করেন
বিজয়ীর আর্শীবাদ,
পুত্রহারা পিতা দেয় ধন্যবাদ!
শ্রেষ্ঠ তুমি অভিমণ্যু পিতা,
দিলে বিশ্বজয়ের বার্তা,
তোমার জয়ধ্বনি ঢেকে দিল
স্বজন হারানো আর্তনাদ!