বীজের অঙ্কুরোদগমের নামই জন্ম
আর জন্ম মানেই জীবন
জন্ম তো ঘনঘোর আঁধার থেকে আলোয় ফেরা
আর জীবন দীর্ঘ পথে জলের মতো মোহনায় ফেরা
জন্ম-মুহূর্ত জুড়ে অপার মুগ্ধতা ছড়ালে
চোখ জুড়ে ঘন ঘন পলক পড়ে
বুকের ভেতর থেকে শব্দ ও অক্ষরেরা ক্রমশঃ
সময়ের গায়ে ঠেস দিয়ে দাঁড়ায়
বাতাস হ্লাদিত করে
জেগে ওঠে যাপনের আকুতি
তখন কথা বলে,হাসে,কাঁদে জীবন
প্রকৃতির নিজস্ব ভাষায়
বুঝতে পারি জন্ম আসলে এই প্রকৃতিরই
অনন্ত সম্ভার…শারীরিক জীবন
বুঝতে পারি জন্ম আসলে এইপ্রকৃতিকে
আশ্রয় করেই
শারীরিক জীবনের বেঁচে থাকার আশ্বাস
জন্ম মানে জীবনের আত্ম-উন্মোচন ।