বসে আছি সকাল থেকে
হাতে এনামেলের থালা
ধৈর্য ধৈর্য আর ধৈর্য
হাতে ধৈর্যের জপমালা
রাজার বাড়িতে মহোৎসব
নিমন্ত্রিত নই
তবু দরজায় আমার ছায়া
এ ছাড়া মুক্তি আমার কই !
খেতে বলেছিল অনেকে
মন চায়নি যেতে
ভিক্ষা নয়, আদর ছিলো
শিখিনি আমি নিতে
তিন প্রহরে পূর্ন হলো
আমার সাধের থালা
ভরে আছে রাজার এঁটো
তবু নিভলো জঠর জ্বালা