পাহাড় গড়ের জঙ্গল মাঝে
লাখো পশুর ডেরা,
সিংহ ভালুক শার্দূল হরিণ
জেব্রা হাতী ঘেরা।
খুব শিকারী চিতা ভারী
নানা পশু মারে ,
গাছের ফাঁকে লুকায় তাকে
ঘন পাতার আড়ে।
পশু রাজের বিলাসিতা
রাজার মত চালে,
বনের খবর রাখতে রাখেন
ক্যামেরা যে ডালে।
সিংহী হেসে খুশির রেশে
সেলফি রাখে তুলে,
বাঘ বাঘিনী সিংহ মশাই
দেখে হাসে দুলে।
ধূর্ত শেয়াল রাখে খেয়াল
ঝোপের ফাঁকে বসে,
ফাঁক ফোকরে মাংস ঝরে
যদি পড়ে খসে।
সিংহ বাঘে পেলেই বাগে
হরিণ গন্ডার মারে,
খরগোশ হাতী ফলমূল সাথী
তাতেই খাবার সারে।
শাখা মৃগ যেইনা দেখে
বাঘ সিংহ যায় তেড়ে,
কিচকিচিয়ে খুব চেঁচিয়ে
খবর ছড়ায় যেরে।