কয়েক ফোঁটা চোনা নিয়ে কিয়দক্ষণ
সততার রূপম দেহে খেলা চলে,
কেউ তাতে ভীত নয়, পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে
সস্তার বিকিনির বাজারে আমরা
সবাই পারঙ্গম।
মগজের গুলগুলিতে পুষ্যি পোকাগুলো
আয়েশে হাই তোলে বিনোদনে
ঘাই মারে অবেলার চারণভূমিতে,
কিছুতেই পারি না ছুঁতে ওদের চঞ্চল
ডানাগুলো। দারুণ প্রতিক্রিয়ায় সততার
কলেবর তাই দাউ! দাউ! দাউ !দাউ !
পুড়ি আমরা নিদারুণ। পুড়ে হয় খাক
চতুর বারণাবতে, বেজে ওঠে তখুনি
পরাজয়ের তীব্র জয়ডঙ্কা, পোকারাও
তাই আরো আরো জঙ্গম।