চুপচুপ চুপচুপ
ছোট খোকা বিছানায়
চারিদিক নিশ্চুপ
মায়ের প্রহরায়।
সারাদিন ছোটাছুটি
ক্লান্তিতে নিদ্রায়,
মা’র কাজ হয় মাটি
তবুও সোহাগ ভরায়।
চুপচুপ চুপচুপ
ছোট খোকা বিছানায়
চারিদিক নিশ্চুপ
মায়ের প্রহরায়।
সারাদিন ছোটাছুটি
ক্লান্তিতে নিদ্রায়,
মা’র কাজ হয় মাটি
তবুও সোহাগ ভরায়।