খুকুমণির শখ জেগেছে
বিরিয়ানি খাবে,
সেরেল্যাকটার পচা গন্ধ
রেস্টুরেন্টে যাবে।
মুখেভাতের পায়েস দেখো
রোজই আমি খাচ্ছি,
দুধে ভাতে ভালো লাগে
দিচ্ছি তাইতো হ্যাঁচ্চি।
মায়ের রান্না ওই চ্যবনপ্রাশ
বিদঘুটে কি গন্ধ!
এইজন্যতো খাওয়া দাওয়া
করেছি যে বন্ধ।
ডাক্তার বলেন চিকেন কাবাব
খাবে নাকি খুকি,
আমি তখন হাত বাড়িয়ে
ডাক্তার দিকেই ঝুঁকি।
কোলে করে নিয়ে চলো
ডাক্তার বাবু ভালো,
ওখানে লাল নীল ঝকঝকে
কত জ্বলে আলো।
ঝিনুক বাটি সঙ্গে নেব
কেঁচো ভাজা খাব,
ন্যাপিটাকে পরে নিয়ে
নিরুদ্দেশে যাব।
ঘরের মধ্যে তৈল মর্দন
ন্যাপির মধ্যে হিসি,
ঘাড়টি ধরে স্নান করিয়ে
আনন্দ পান পিসি।
চলো চলো পালিয়ে যাই
তোমার কোলে চেপে,
ল্যাক্টোজেন দুধ আনছে আয়া
গ্লাসে মেপে মেপে।