বাপের হোটেলে, যে সুখ মেলে ,
উঠলো বেড়ে হেসে খেলে ।
হলো বড়ো যখন সেই ছেলে ,
জোয়াল কাঁধে ভারাক্রান্ত হেলে ।
কর্তব্যের বাঁধনে বাঁধা পড়ে গেলে ,
সংসারের ভার কাঁধে তুলে ,
দুষ্টুমি সে গেল ভুলে ।
যে ছেলেটি ছিল দুরন্ত – অস্থির ,
এখন সেই ছেলে ভীষণ ভাব গম্ভীর ।
বই ফেলে খেলার মাঠে ,
স্কুল শেষে আড্ডা হাটে ,
তার শিক্ষা জীবনে ,
কে কার কথা শোনে ।
এখন সে আর খেলার মাঠে যায় না ।
আড্ডা মারার সময়ও পায় না ।
এখন সে মেটায় অন্যের বায়না ।
সে এখন সংসারের অভিভাবক ।
ছেলে আর ছেলে নেই, হয়ে গেছে লোক ।