কষ্টের কালো ছায়াপথ ধরে আলোছায়া খেলা রোজ,
স্বপ্ন মেদুর মরীচিকা মনে জোনাকিরা আলো জ্বালে,
মন উচাটন হাহুতাশে ভরা সুখপাখি করে খোঁজ।
বেদুইন হয়ে নিরুদ্দেশেতে চলি যে খেয়াল তালে,
ভৈরবী সুরে অস্তরাগের কানাগলি ধরে দূরে,
গোধূলি গগনে মেঘেদের সনে ছেঁড়া ছেঁড়া মেঘ পালে।
অতীতকে পিছে ফেলে নব রাগে ছিন্ন বীণার সুরে,
ক্ষতবিক্ষত স্মৃতিগুলি নিয়ে আহত পাখির মত,
সুপ্ত বিরহী চুপকথা সব নিশ্চুপ বুক জুড়ে।
নিস্তব্ধতা সাথে সাথে চলে মন বিবাগী যে কত,
নীল বিষ বায়ু শ্বাসে প্রশ্বাসে অন্তরটাকে ঘিরে,
আলোর অমল ললিত রাগের স্বপন মননে শত।
আবছা ধোঁয়াসা জীবন নদীটা ব্যথার পাহাড় চিরে,
অবশেষে বোঝে শান্তি শুধুই ঈশ্বর পদ নীড়ে।