মস্ত সোরগোল ছড়ার দেশে
ছড়া চুরির রব,
দেশের হাজার ছড়াকারে
মাথায় হাত দেয় সব।
রাত শিশুতে আচম্বিতে
কাটছে ঘরে সিঁদ,
নেয় হাতিয়ে ছড়ার খাতা
উড়ছে কবির নিদ।
পড়লো সাড়া ছড়ার পাড়া
মিটিং বসল জোর,
ছড়াচোরে ধরতে ডাকে
গোয়েন্দা মিঃ ঘোর।
সাবেক কালে হাল আমলে
যতেক চুরির কেস,
মিঃ ঘোরের বুদ্ধিমত্তায়
সব করেছেন ফেস।
ফেসবুকে তাঁর আতস চোখে
আতিপাতি চান,
সন্ধান করে ছড়াচোরের
হদিশটা ঠিক পান।
অমুক কবি তমুক দিনে
যে ছড়া দেন পোস্ট,
দুদিন পরে সে ছড়াটাই
ছড়াচোরের রোস্ট।
চেনাজানার মাঝেও মিলে
এমনতরো চোর,
হাতে নাতে পাকড়াও করেন
গোয়েন্দা মিঃ ঘোর।
মুচকি হেসে কাছে ঘেঁষে
সেধোন পেটে তাঁর ,
প্রমাণ নিয়ে ছাপ মিলিয়ে
দুয়ে দুয়ে চার।