ছড়ার ছন্দ শিখতে গিয়ে
হলাম গলদঘর্ম।
স্বরবৃত্ত মাত্রাবৃত্ত
বুঝিনা ছাই মর্ম।
চরণ ধরে তালে তালে
লিখতে গেলাম ছড়া।
শিশুদের মন উঠবে দুলে
এমন চাই যে গড়া।
ছড়াবাবুর কাছে যদি
মাত্রা নিতাম শিখে।
গড়গড়িয়ে ছড়া-নদী
বইতো দিকে দিকে।
ছড়া তখন সহজ হতো
ছন্দে গন্ধে খাসা।
পাঠকেরাও খুশি হতেন
পেতাম ভালবাসা।
ছড়ার রসে দারুন মজা
শুনলে মন যে হারায়।
মাত্রারা সব খুশি হয়ে
মাতিয়ে জগৎ যায়।