চোখ যে তোমার অথৈ সাগর
ডুবতে যে চায় মন বারেবার,
তুলে আনতে অমূল্য রতণ
হয়ে থাকে বিভোর এ মন।
চোখের ভাষায় কত ব্যথা
অব্যক্ত থাক সকল কথা,
তবুও কেন মন মানে না
ছুটে যে যাই, হয়ে আটখানা।
চোখের ইশারায় তোমার কথা
পড়ে নিতে চায় সকল কথা,
চেয়ে থেকে চোখের পানে
কেটেই যাক না দিনযাপনে।
চোখের কোনে দেখলে জল
হয়ে যায় যে মন উতল,
চোখেই কথা না হয় হোক
মুখটা বন্ধ না হয় থাক।
তুমি যে আমার মৃগনয়না
কেন তুমি তা বোঝোনা!!
মানস চক্ষু মেলে দেখি
কোথাও তোমায় পাই না একি ।