হঠাৎ করে একদিন, যখন ফিরল মোর চৈতন্য ,
দেখলাম আমি মানুষ নই, জঘন্য হিংস্র পশু বন্য ।
আমি মানুষ নই, আমি হিন্দু আথবা মুসলমান ।
আমি মানুষ নই, আমি বৌদ্ধ আথবা খ্রীষ্টান ।
আমি মানুষ নই, আমি ইহুদী আথবা শিখ ।
অস্ত্রের কোলাহলে ভরে গেছে চারিদিক ।
সবাই মরিয়া, একে অপরের নিধনে ।
শান্ত পৃথিবী ঢেকে গেছে, যুদ্ধের বাতাবরণে ।
মানুষ সুখী মানুষের মরনে ।
পশুর হাত থেকে বাঁচতেই মানুষ গোষ্ঠী গড়েছিল ।
সেই গোষ্ঠীই যখন ধর্মের রূপ নিল ,
মানুষ পশুর চেয়েও হিংস্র হয়ে উঠিল ।
দখল, দখল, সব দখলের মোহে ,
যুদ্ধ শুরু বুদ্ধিমান গ্রহে ।
মনুষ্য সমাজেই মানবতার নিলাম ।
ঘুমিয়ে ছিলাম, ভালোই ছিলাম ।
আবার আমি ঘুমিয়ে পড়তে চাই এখনই ।
ভবিষ্যতে ঘটবে তা, যা আজ পর্যন্ত কোনদিন দেখোনি ।