লোহার বাঁকানো সিঁড়ি উঠে গেল; টানতে টানতে
আমাকে দু’জন অন্ধ নিয়ে যাচ্ছে ভরগোধূলিতে।
ঘাড় কামড়ে কেশরে মুখ ঢাকি; চুম্বকের ঝড়
অতিক্রম করে যাবে স্নানঘাট, ডালিয়া বাগান।
বধির করতে হয় যদি সূর্যাস্তের আগে করো
ছায়া যাতে টগবগ করে কাঁটা চামচে ও প্লেটে
এরপর স্ত্রীপর্বের শুরু; শতরঞ্জি পেতে লাঞ্চ
মুখ থেকে গ্লাস কেড়ে জল খাচ্ছি, বলো, আমি ভ্রষ্ট?